মাসুম পারভেজঃ অদ্য ৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ নাটোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ড্রিল শেডে জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নাটোর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর চূড়ান্তভাবে নির্বাচিত সদস্যদেরকে সংবর্ধনা জানান। তারা আগামীকাল নাটোর পুলিশ লাইন থেকে ছেলেরা প্রশিক্ষণের জন্য খুলনা ট্রেনিং সেন্টারে এবং মেয়েরা পুলিশ ট্রেনিং সেন্টারে চলে যাবে। এ সময় চূড়ান্ত ভাবে প্রশিক্ষণের জন্য নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবলদের সাথে তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার নাটোর বলেন বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন -২০২৫ এর নাটোর জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তিনি নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং সেন্টারে করনীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন যে, তোমরা মেধা ও যোগ্যতায় কনস্টেবল হতে ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে উচ্চশিখরে যেতে পারবে। তিনি সত্যতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, পুলিশ লাইন্স, নাটোর (আরআই) জনাব মোঃ আলাউদ্দিন ফকিরসহ অন্যান্য অফিসারও ফোর্স উপস্থিত ছিলেন।