বছরের প্রথম ‘সুপারমুন’ আসছে, জেনে নিন সকল গুরুত্বপূর্ণ তথ্য

বিজ্ঞান ও প্রযুক্তি

ভোরের দূত ডেস্ক: মহাকাশপ্রেমীদের জন্য সুখবর! ২০২৫ সালের প্রথম সুপারমুন দেখার সুযোগ আসছে খুব শীঘ্রই। চাঁদ যখন পৃথিবী থেকে তার নিকটতম দূরত্বে চলে আসে এবং পূর্ণিমা হয়, তখনই সেই চাঁদকে সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়—এই ঘটনাকেই বলা হয় সুপারমুন। যা দেখা যাবে আগামী ৭ অক্টোবর। বাংলাদেশ থেকেও এ দৃশ্য সরাসরি দেখা যাবে।

জ্যোতির্বিদদের ভাষায়, এ সুপারমুনকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’। এটি প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। এপি নিউজ সূত্রে জানা গেছে, অক্টোবরের এই সুপারমুন এই বছরের তিনটির মধ্যে প্রথম।

নাসার তথ্য অনুযায়ী, পূর্ণচাঁদ যখন পৃথিবীর কাছাকাছি আসে, তখন এটি বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় প্রায় ১৪% বড় এবং ৩০% উজ্জ্বল দেখায়। এই সূক্ষ্ম পার্থক্য প্রতি বছর কয়েকবার ঘটে এবং কখনো কখনো চন্দ্রগ্রহণের মতো অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে মিলেও দেখা যায়।

ফিলাডেলফিয়ার ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটের প্রধান জ্যোতির্বিজ্ঞানী ডেরিক পিটস বলেন, ‘এটি আসলে খুব অস্বাভাবিক কিছু নয়।’ তিনি আরও বলেন, ‘যদি আপনি বাইরে যান এবং চাঁদটিকে আকাশে খুব উপরে দেখেন, তবে তুলনামূলক কোনো বিষয় না থাকায় এর আকার বোঝা কঠিন হতে পারে।’ বিশ্বের সকলেই সুপারমুন দেখতে পারবেন, বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন নেই, যদি আকাশ পরিষ্কার থাকে।

সর্বশেষ প্রদর্শনে চাঁদ পৃথিবীর থেকে প্রায় ২ লাখ ২৪ হাজার ৬০০ মাইল (৩ লাখ ৬১ হাজার ৪৫৯ কিলোমিটার) দূরে অবস্থান করবে। এই বছরের সবচেয়ে কাছের সুপারমুন নভেম্বরে হবে এবং আরও একটি ডিসেম্বরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *