ভোরের দূত

মুন্সিগঞ্জে ফটো সাংবাদিক রাহিদ এর উপর হামলা, আহত

অপরাধ

মোঃ শফিকুল ইসলাম ভূঞা ( মুন্সিগঞ্জ): পারিবারিক বিরোধের কারণে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক রাহিদ হোসেন (২৮)-এর উপর হামলার হয়েছে। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং তিনি গুরুতর আহত হন। এ হামলায় তার রাহিদের মামা রুহুল আমিন (৪৫) ও ছোট ভাই রাকিব হোসেন (২১)-ও আহত হন।

মঙ্গলবার (৭/১০/২০২৫) বিকেল আনুমানিক ৩ টায় মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব রমজানবেগ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, অনেক দিন ধরে প্রবাসী রুহুল আমিনের স্ত্রীর পরকীয়ার অভিযোগ নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডায় এক পর্যায়ে সেলিম, স্বাধীন, রাজু ও সুচনার নেতৃত্বে ৩০-৪০ জন অতর্কিতে হামলা চালায়। তারা লাঠি-সোটা ও ধারালো অস্ত্র দিয়ে ফটো সাংবাদিকসহ তার স্বজনদের উপর হামলা চালিয়ে তিন জনকে গুরুতর আহত করে।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক রাহিদ হোসেনের পক্ষ থেকে হামলাকারীদের নাম উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *