রকসী সিকদার চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই থানার প্রবাসী হারুন অর রশিদ (৪৫) হত্যা মামলার প্রধান আসামী ভাগিনা শাহীন আলম-কে নওগাঁ জেলার পত্নীতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া গ্রামে গত ৯ জুলাই জমিসংক্রান্ত বিরোধের এক সালিশি বৈঠকে ভাগিনা শাহীন আলম মামা হারুন অর রশিদকে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত হারুন অর রশিদ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও দুই সন্তানের জনক।
ঘটনার পর নিহতের স্ত্রী তাছলিমা আক্তার (২৯) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু,বিপিএম-বার এর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর একটি আভিযানিক দলের সহযোগিতায় গত ৫ অক্টোবর ভোরে নওগাঁ জেলার পত্নীতলা থানার কদমকুড়ি এলাকা থেকে প্রধান আসামী কে গ্রেফতার করে।
এবিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু,বিপিএম -বার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অপরাধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।