পাবনা প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাঁটিয়ে জোর পূর্বক দখল করে জমি চাষ সহ নানা অপকর্ম করছিলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মুন্সি। নিরীহ কৃষকদের উপর জুলুম করে জমি দখল করে চাষ করেছেন দীর্ঘ দিন।
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর জমির প্রকৃত মালিক মো: জালাল উদ্দিন তার জমিতে ধান রোপণ করে কৃষি কাজ শুরু করে। আর কিছুদিন পরে পাকা ধান ঘরে তোলার সময় হবে। কিন্তু দেলোয়ার জোর পূর্বক ধানে কারেন্ট বিষ প্রয়োগ করে জমির সব ধানের গাছ পুড়িয়ে দেয়।
এই বিষয়ে জানতে চাইলে অত্র এলাকার সিরাজুল ইসলাম (৫০) বলেন, দেলোয়ার দীর্ঘদিন তার দলীয় প্রভাব খাটিয়ে অনেক নিরীহ কৃষকদের জমি দখল করে রেখেছে। তার এই অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে তার জীবনেও নেমে আসে দুঃখ আর কষ্ট।
আবু সাঈদ (৩৫) বলেন, আমাদের সামনে ধানে বিষ প্রয়োগ করে ধান নস্ট করে দেয় দেলোয়ার। সন্ত্রাসী দেলোয়ারকে নিষেধ করেও লাভ হয় নাই। আমাদের উল্টা হুমকি দামকি দিয়েছে। আমরা এর সঠিক বিচার আশা করছি।
পৈতিক সূত্রে জমির প্রকৃত মালিক মো: জালাল উদ্দিন বলেন, দেলোয়ার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আমার জমিতে ঘাস মারা কারেন্ট বিষ দিয়ে আমার জমির ধান পুড়িয়ে দিয়েছে। আমি ও আমার পরিবারের সকল সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সঠিক বিচার চাই। আমার আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি নিরুপায় হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আইনের মাধ্যমে তার শাস্তি কামনা করছি।