শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী, বি ডি ০৪২১ এর আয়োজনে ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

জাতীয়

হারুন অর রশিদ দুদু, শেরপুর: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত “আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী বিডি ০৪২১ এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে দিবসটি উদ্‌যাপন করা হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে গজনী প্রজেক্ট অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, “আজকের কন্যাশিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, প্রশাসক ও সমাজ গড়ার অগ্রদূত। তাদের সুশিক্ষা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে।” এছাড়াও তিনি গাজনী বিডি ০৪২১ শিশু প্রকল্পের কাজসহ অন্যান্য কাজের প্রশংসা করেন। গাজনী বিডি ০৪২১ এল.সি.সি. কমিটির চেয়ারম্যান যনাথন বানোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, ঝিনাইগাতী থানার এসআই হারুন অর রশিদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান নবেশ খকশী।

এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন, দৈনিক কালবেলা ও তথ্যধারার ঝিনাইগাতী প্রতিনিধি হারুন অর রশিদ দুদু, শিক্ষক হানিফ মিয়া, ইউপি সদস্য গোলাপ হোসেন ও মানিক মিয়া, উপজাতীয় নেতা আব্রাহাম সাংমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী বিডি ০৪২১ এর শতাধিক শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে অতিথিরা চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে দিবসের থিম উপস্থাপন এবং সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন গাজনী বি ডি ০৪২১ এর প্রকল্প ব্যবস্থাপক জনেন্দ্র চাম্বুগং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *