ভোরের দূত ডেস্ক: একজন অগ্নি নির্বাপণ প্রধানের ভূমিকা কেবল আগুন নেভানোয় সীমাবদ্ধ নয়, বরং তাকে একযোগে ফায়ারফাইটার ও রাজনীতিক—উভয় চরিত্রে কাজ করতে হয়। এমন মন্তব্য করেছেন ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ও সেফটি, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স বিশেষজ্ঞ ফয়সাল আহমেদ।
তিনি বলেন, একজন প্রধানের ভিত্তি গড়ে ওঠে মাঠের অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং আগুন নেভানোর বাস্তব জ্ঞান থেকে। যদি তিনি এই অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তবে সহকর্মীদের আস্থা হারাবেন।
অন্যদিকে, একজন রাজনৈতিক প্রধানকে বাজেট, পৌরসভা এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে কাজ করতে হয়। পাশাপাশি কর্মী সংখ্যা, সরঞ্জাম ও নিরাপত্তার জন্য তদবির করাও তার অন্যতম দায়িত্ব। এই দিক অবহেলা করলে দমকল বিভাগ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন তিনি।
ফয়সাল আহমেদ আরও বলেন, “যদি প্রধান ফায়ারফাইটারের দিকটিতে বেশি ঝুঁকে পড়েন, তবে তিনি দমকল স্টেশনে জনপ্রিয় হবেন, কিন্তু সিটি কর্পোরেশনে শক্তি হারাবেন। আবার যদি রাজনীতিক দিকেই বেশি মনোযোগ দেন, তবে কাউন্সিল সভায় প্রশংসা পাবেন, কিন্তু ফায়ারহাউসে আস্থা হারাবেন।”
তার মতে, বাস্তবে একজন দক্ষ প্রধান কখনো একপাক্ষিক ভূমিকা নিতে পারেন না। তাকে সমানভাবে দুই দিকেই কাজ করতে হয়—যাতে কোনো অবস্থাতেই নিজের গ্রহণযোগ্যতা ও আসল পরিচয় নষ্ট না হয়।
ফয়সাল আহমেদ, ফায়ার এন্ড সেফটি স্পেশালিষ্ট