চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালীতে অবৈধ বালু উত্তোলনে পরিবেশ ধ্বংসের পাশাপাশি জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় এটিএম নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক চট্টগ্রামের পাতা পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক এটিএম আমিরুল গণি খোকন (৪৬) এর ওপর হামলার ঘটনা ঘটেছে।
এটিএম আমিরুল গণি খোকন উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম নতুন ঘোনা এলাকার মৃত নুরুল হক এর ছেলে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে আহত এটিএম আমিরুল গণি খোকন বাদী হয়ে উপজেলার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাতডালিয়া পাড়া এলাকার আহম্মদ ছফার ছেলে মোহাম্মদ হোছাইন প্র: কালু ড্রাইভার (৩৫), পশ্চিম নতুন ঘোনা এলাকার আবদুল মোনাফের ছেলে কফিল উদ্দিন (৩০), ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মগনামা পাড়ার আজগর আলীর ছেলে মোহাম্মদ বাপ্পি (২৫) সহ আরও ৫/৬ জন আসামি করে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন।
এজাহার সুত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১০নং সুইট গেইট সংলগ্ন এলাকায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রসজ্জিত আসামিরা আমিরুল গণি খোকনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মারধর করে গুরুতর জখম করে এবং তার কাছ থেকে পকেটে থাকা দুটি স্মার্টফোন, গলায় থাকা ১ভরি ৮আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, হাতঘড়ি ও মানিব্যাগে থাকা এনআইডি, কার্ড, সংবাদপত্রের আইডি কার্ড ও তথ্য মন্ত্রণালয়ের ডিএফটি কার্ড এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত আমিরুল গণি খোকনকে উদ্ধার করে বদরখালী মেডিকেল পার্ক হাসপাতালে ভর্তি করেন।
আহত সাংবাদিক আমিরুল গণি খোকন এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ‘বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৫ নং লটারি মূলে বরাদ্দকৃত মৎস্য প্রকল্পের ২৪ শেয়ারের মধ্যে আমি ২ শেয়ারের মালিক। আমাদের মালিকানাধীন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর প্রকাশ করায় স্থানীয় বিএনপি নেতা আহসানুল কাদের সাব্বির এর ইন্দনে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।’ বর্তমানে আহত আমিরুল গণি খোকন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।