ভোরের দূত ডেস্ক: নড়াইল-যশোর মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ মোট তিনজন নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, এসআই নিক্কন আঢ্য (৩৫) নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক। আক্তার হোসেন, যশোর সদরের বসুন্দিয়া এলাকার বাসিন্দা। আবু জাফর, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাঁশ বাসের ভেতর ঢুকে পড়ে।