আকিমুল ইসলাম সাজু, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, “ধানের শীষ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, বরং গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতীক।”
তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাকে না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষেও ঐক্যবদ্ধভাবে কাজ করবো। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।”
বুধবার (১ অক্টোবর) কোটচাঁদপুর উপজেলায় সারাদিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির অসুস্থ নেতাদের বাড়ি গিয়ে খোঁজখবর নেন, প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করেন এবং পৌরসভার সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজুল হক সিরুমিয়ার স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে যোগ দেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন।
ব্যারিস্টার কাজল আরও বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
গণসংযোগে জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক ভিপি আব্দুর সবুর খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।