আনোয়ার হোসেন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাগলাটারী গ্রামের সেই পরিশ্রমী দম্পতি— যারা গরুর বদলে নিজেরাই ঘানি টেনে তেল উৎপাদন করতেন,তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ই অক্টোবর ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা ওই দম্পতির বাড়িতে গিয়ে মানবিক সহায়তা প্রদান করেন। সহায়তার মধ্যে ছিল ৪ বান টিন, ৪০ কেজি সরিষা, ১২ হাজার টাকার চেক, শুকনো খাবার এবং একটি কম্বল।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা এবং বাহাগিলী ইউনিয়নের প্রশাসক জাকির হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত দম্পতি বলেন, “আমরা গরু না পেয়ে নিজেরাই ঘানি টানতাম। এখন প্রশাসন পাশে দাঁড়িয়েছে— আল্লাহ যেন তাদের ভালো রাখে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “এই দম্পতির পরিশ্রম ও জীবনসংগ্রাম জানার পর আমরা সঙ্গে সঙ্গে উদ্যোগ নিই।
মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন সবসময় এমন মানুষের পাশে থাকবে।”
স্থানীয়দের মতে, এই সহায়তা শুধু একটি পরিবারের নয়, বরং এটি মানবতার এক উজ্জ্বল উদাহরণ—যা সমাজে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা মানুষের মুখে এনে দিয়েছে নতুন আশার আলো।