ইসলামী ব্যংকের অবৈধ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন

সারাদেশ

মতিন গাজী, যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ইসলামী ব্যাংকে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে (৬ অক্টোবর, ২০২৫) নওয়াপাড়া বাজারের ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যহীন চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচার সরকারের আমলে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এসব কর্মকর্তাকে অপসারণ করে ব্যাংকটির হারানো সুনাম ফিরিয়ে আনার দাবি জানান।

বিশিষ্ট ব্যবসায়ী মাদানী ট্রেডার্সের স্বত্বাধিকারী ইউনুস আকুঞ্জির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন এমআই কর্পোরেশনের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা, ইসলামী ব্যাংকের গ্রাহক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, বাংলাদেশ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শেখ সাইফুল্লাহ প্রমুখ। এছাড়াও ছাত্রনেতা এসএম ফয়সাল আহম্মেদ, শফিকুজ্জামান ও আহমেদ সাইফুল্লাহ বক্তব্য দেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *