ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৭ অক্টোবর)। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে ফেসবুক পোস্টের জের ধরে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম পিটুনিতে নিহত হন তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের এই ছাত্র।
জাতীয় দিবস ঘোষণা: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) এবং ২৫ ফেব্রুয়ারি (বিডিআর ম্যাসাকার দিবস)-কে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে প্রতি বছর এই দিন দুটি বিশেষভাবে পালিত হবে।
বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে তাঁর সাহস ও সংগ্রাম নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার প্রদর্শনীতে আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ উপস্থিত থাকবেন।
মামলার রায় বহাল: আবরার হত্যা মামলায় মোট ২৫ আসামির মধ্যে বিচারিক আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। গত ১৬ মার্চ হাইকোর্ট সেই রায় বহাল রাখেন। দণ্ডিত আসামিদের মধ্যে বর্তমানে চারজন পলাতক রয়েছেন।