মতিন গাজী, যশোরের: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় রান্নার জন্য গ্যাস সিলিন্ডার কিনতে বের হয়ে প্রতারণার শিকার হয়েছেন সুষমা মল্লিক (৬২) নামে এক বৃদ্ধা নারী। রহস্যময় এক ‘শয়তানের নিঃশ্বাসে’ বশীভূত করে তার গলা ও হাত থেকে প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) দুপুরে যশোরের অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুষমা মল্লিক উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া এলাকার মৃত সাধু রঞ্জন মল্লিকের স্ত্রী। তিনি জানান, দুপুরে রান্নার জন্য নতুন গ্যাস সিলিন্ডার কিনতে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বোরকা পরা দুই নারী তার সঙ্গে কথা বলার কথা বলে সরকারি পশু হাসপাতালের পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে এক নারী তার নাকের কাছে কিছু স্প্রে করলে তিনি মুহূর্তেই অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে দেখেন, গলায় থাকা স্বর্ণের চেইন, হাতে থাকা বালা ও কানের দুল সব উধাও।
লুট হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় আড়াই ভরি, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন সুষমা মল্লিক। ভুক্তভোগীর মেয়ের জামাই নিউরোলজি বিশেষজ্ঞ ডা. সুরজিৎ হালদার জানান, দুর্বৃত্তরা ‘ডেভিলস ব্রেথ’ বা কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ জাতীয় কোনো মাদক ব্যবহার করে প্রতারণা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, “ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”