‘জামায়াত ক্ষমতায় গেলে সরকারি গাড়ি-বাড়ি ব্যবহার করবে না’: অধ্যাপক গোলাম পরওয়ার

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সরকারের কোনো গাড়ি বা বাড়ি ব্যবহার করবে না বলে মন্তব্য করেছেন দলটির জেনারেল সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জামায়াত একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায়।

আজ শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন:

“জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সরকারের কোনো গাড়ি-বাড়িও ব্যবহার করবে না। সরকারি বরাদ্দের টাকা এমপি মন্ত্রীরা পেলে তা উন্নয়নের কাজ শেষে সঠিক হিসাব-নিকাশ দাখিল করবে। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশ হবে পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ।”

সাবেক এই সংসদ সদস্য তাঁর ২০০১ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, নির্বাচিত হওয়ার পর তিনি ডুমুরিয়াকে সন্ত্রাসমুক্ত করেছিলেন, যেখানে আগে সন্ধ্যার আগে মানুষজন বাড়ি ফিরতে পারত না এবং এলাকাটি ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত ছিল।

তিনি আরও বলেন, তার পাঁচ বছরের মেয়াদে সাড়ে ৩০০ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছিল। এর মধ্যে ব্রিজ-কালভার্ট, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, মন্দির, মসজিদসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল।

“কত টাকা কিসে খরচ হয়েছে তার প্রতিটা হিসাব বই ছেপে জনগণের কাছে বুঝে দিয়েছি। এরপর কত এমপি-মন্ত্রী হলো। তারা শুধু দেশের সম্পদ লুটে গেছেন।”

উপকূল এলাকার জলাবদ্ধতা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ষাটের দশকে করা বেড়িবাঁধগুলো সংস্কার না হওয়ায় এবং নদীগুলো সিলটেড হয়ে যাওয়ায় বিলডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষড়া, মধুগ্রাম বিলসহ ডুমুরিয়ার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

তবে তিনি জানান, পানিসম্পদ উপদেষ্টা তাকে কথা দিয়েছেন যে জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা চলছে। কয়েক হাজার কোটি টাকা বরাদ্দের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *