মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে বিতর্ক

রাজনীতি

মোঃ শফিকুল ইসলাম ভূঞা (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জে নির্বাচন কর্মকর্তার ভোটকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হয়েছে। সিরাজদিখান উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৮ সাল থেকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিকের নিয়ন্ত্রিত বিদ্যালয়ে স্থানান্তরের প্রস্তাব এসেছে।

এলাকাবাসী অভিযোগ করেছে, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন শুনানি একতরফা -ভাবে পরিচালনা করেছেন এবং আওয়ামী লীগ এর সুরে বক্তব্য দিয়েছেন। তারা দাবি করেছেন, এমন পদক্ষেপ ভোটার উপস্থিতি কমিয়ে রাজনৈতিক সহিংসতা তৈরি করতে পারে।
অভিযোগকারীগণ জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং অতিশীঘ্রই তদন্ত ও কর্মকর্তার বদলির দাবি করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সব অভিযোগ গুরুত্বসহকারে আমলে নেওয়া হচ্ছে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *