সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভসমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া উপজেলা ও পৌর শাখা-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলটি সিংড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ও পৌর শাখার স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে তাদের ৫-দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। তারা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।