ভোরের দূত ডেস্ক: জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি রাজনৈতিক দল। এ বিষয়ে শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
দাবিগুলো হলো—
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
সবার জন্য সমান সুযোগ রেখে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি
জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
যে আটটি দল যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে:
জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক), খেলাফত মজলিস (আজাদ–কাদের), গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে। এরই মধ্যে খেলাফত মজলিস রোববার এবং ইসলামী আন্দোলন সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে।
নেতারা জানিয়েছেন, তাঁরা চান ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেটি জুলাই সনদের ভিত্তিতেই হোক।