মোঃ শফিকুল ইসলাম ভূঞা, ( মুন্সিগঞ্জ): আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আজ (০২/১০/২০২৫) রোজ বৃহস্পতিবার মুন্সিগঞ্জ-২ আসনের টংঙ্গিবাড়ি উপজেলার হাসাইল-বানারি ইউনিয়নের ১নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সিনেট সদস্য জনাব অধ্যাপক এবিএম ফজলুল করীম।
তিনি মুন্সিগঞ্জের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, আলু চাষীদের জন্য উন্নত মানের কোল্ডস্টোরেজ স্থাপন, মুন্সিগঞ্জকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে দল মত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা মার্কার হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি এবং মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন সমন্বয়কারী মাওলানা এম এ বারী, টংঙ্গিবাড়ি উপজেলার আমীর মাওলানা হাবিবুর, হাসাইল-বানারি ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি গোলাম আযম এবং স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ।