মুন্সিগঞ্জে জামায়াতে ইসলামীর আধারা ইউনিয়নে সহযোগী সম্মেলন

রাজনীতি

মোঃ শফিকুল ইসলাম ভূঞা ( মুন্সিগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার ( ৪ অক্টোবর ২০২৫)

বিকাল ৩ টায় আধারা ইউনিয়নের মিনাবাজার কমিনিউটি সেন্টারে। ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ ৩ (সদর- গজারিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মোঃ আবু ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য মো আরশাদ আলী ঢালীসহ আরো অনেকে বক্তব্য রাখেন। জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু ইউসুফ বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে অধিকারের জন্য আন্দোলন করতে হবে না। সবাইকে যার যার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিগত সময় জামায়াত ইসলামের হয়ে যারা দায়িত্ব পালন করছেন তারা এক টাকাও দুনীতি করেনি। তিনি এবার জামায়াতকে ভোট দেওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *