মুন্সীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ ওয়ার্কশপ অনুষ্ঠিত

সারাদেশ

মোঃ শফিকুল ইসলাম ভূঞা (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন-২০২৫ সংক্রান্ত এক ওয়ার্কশপ সোমবার (৭ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, মুন্সীগঞ্জের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) জনাব এস. এম. তরিকুল ইসলাম, বিপিএএ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান সরকার, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ জসীমউদ্দীন ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ সাহাবুদ্দীন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *