বাঘায় পুজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতা আনোয়ার হোসেন পলাশ

ধর্ম

মুস্তাফিজুর, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার বুধবার (২ অক্টোবর ২০২৫) দুপুর থেকে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাউসা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও থানা আহ্বায়ন কমিটির সদস্য আনোয়ার হোসেন পলাশ।

পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মণ্ডপে মণ্ডপু পলাশ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও যোগ করেন, উৎসব নির্বিঘ্নে পালনের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। যদি কেউ কোনও বিশৃঙ্খলা করেন, সে ছাড় পাবে না।

এসময় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম (মাস্টার), বাউসা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মফাকর হোসেন, বাউসা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা জিয়া মঞ্চ সদস্য সচিব মোহাম্মদ শিমুল হোসেন, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল ও বিএনপি’র নেতাকর্মী, স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ।

মন্দির কমিটির নেতারা বলেন, সকলের সহযোগিতায় আমরা উৎসব যথাযথভাবে পালন করতে পারছি।

তারা আরও জানান, এ উপজেলায় এবার ৪৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, বাঘা উপজেলা শাখার সভাপতি তাপস কুমার জানান, আরো ৪টি ঘটপূজা হচ্ছে, তবে সেগুলোতে প্রতিমা নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *