জুমার দিনের করণীয় ও বিশেষ আমল

ধর্ম

মোঃ শফিকুল ইসলাম ভূঞা, মুন্সিগঞ্জ: জুম্মার দিন মুসলমানদের জন্য খুবই মর্যাদাপূর্ণ একটি দিন। হাদিসে একে “সপ্তাহের সেরা দিন” বলা হয়েছে। এ দিনে কিছু বিশেষ আমল ও করণীয় রয়েছে;

জুম্মার দিনের করণীয়সমূহ: 
১. গোসল করা – জুমার নামাজের আগে গোসল করা সুন্নত।
২. পরিচ্ছন্ন পোশাক পরা – উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা।
৩. আগেভাগে মসজিদে যাওয়া – যত আগে যাবে, তত বেশি সওয়াব পাওয়া যায়।
৪. সূরা কাহফ তিলাওয়াত – এ দিনে সূরা কাহফ পাঠ করলে নূর পাওয়া যায়।
৫. দরুদ শরিফ বেশি বেশি পড়া – শুক্রবারে রাসুল ﷺ–এর ওপর দরুদ পড়তে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
৬. খুতবা মনোযোগ দিয়ে শোনা – খুতবার সময় কথা বলা বা অন্য কাজে ব্যস্ত থাকা নিষেধ।
৭. জুমার নামাজ আদায় করা – ফরজ সালাত সময়মতো জামাতে আদায় করা।
৮. দোয়া করা – শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে, যখন আল্লাহ দোয়া কবুল করেন (বেশিরভাগ আলেমের মতে আসরের পর মাগরিবের আগে সময়টি বেশি সম্ভাব্য)।
৯. তাহলিল, তাসবিহ, ইস্তিগফার – আল্লাহর স্মরণে বেশি বেশি মশগুল থাকা।
১০. সদকা-খয়রাত করা – এ দিনে সওয়াব বেশি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *