শারদীয় দুর্গাপূজা–২০২৫: পূজা মণ্ডপ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ধর্ম

মাসুম পারভেজ,  রংপুর: “শারদীয় দুর্গাপূজা–২০২৫” উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা আজ সকাল ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম। সভায় ডিসি (ট্রাফিক), পূজা উদযাপন পরিষদ, পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার জানান, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাত্রীকালীন টহল, গোয়েন্দা শাখার তদারকি, এবং ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় নিশ্চিত করা হবে। সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা দিলে স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করবেন।”

তিনি আরও বলেন, “গুজব বা অপপ্রচার রোধে সাইবার মনিটরিং জোরদার থাকবে, এবং ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে যাতে যানজট না সৃষ্টি হয়। প্রতিটি পূজা মণ্ডপে মনিটরিং টিম গঠন করা হবে।”

সভাপতি আশা প্রকাশ করেন, প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *