মাসুম পারভেজ, গাইবান্ধা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম।
সভায় পুলিশ সুপার আসন্ন দুর্গোৎসবকে ঘিরে জেলায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি জানান, প্রতিটি মণ্ডপে সিসিটিভি, টহল ও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
পরবর্তীতে ডিআইজি আমিনুল ইসলাম উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামত গ্রহণ করেন এবং উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “শারদীয় দুর্গাপূজা সর্বজনীন উৎসব হিসেবে গাইবান্ধায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।