বিশেষ প্রতিনিধি: এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে জয়ের জন্য ১৮৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। ভারতের হয়ে সঞ্জু স্যামসন অর্ধশতক এবং অভিষেক শর্মা ঝোড়ো ব্যাটিং করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত ১৮৮ রান সংগ্রহ করে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তাদের শুরুটা ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই ৬ রানে শুভমান গিলের উইকেট হারায় ভারত। এরপর অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেট জুটিতে ৬৬ রান যোগ করে দলের রান বাড়ান। ১৫ বলে ৩৮ রান করে অভিষেক ফিরে যান। এরপর হার্দিক পান্ডিয়া কোনো রান না করেই আউট হন।
এরপর স্যামসন অক্ষর প্যাটেলকে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ৪৫ বলে ৫৬ রান করে স্যামসন সাজঘরে ফেরেন। শেষ দিকে তিলক ভার্মার ২৯ রানে ভর করে ভারত ১৮৮ রানে পৌঁছায়। তবে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করতে নামেননি।
ওমানের পক্ষে শাহ ফাইসাল, শ্রীবাস্তব ও আমির কালিম দুটি করে উইকেট লাভ করেন।