এভারটনকে হারিয়ে লিভারপুলের টানা পাঁচ জয়

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপাধারী লিভারপুল তাদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে। শনিবার রাতে মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ২-১ গোলে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে আর্নে স্লটের দল।

ম্যাচে লিভারপুলের হয়ে গোল দুটি করেছেন রায়ান খাফেনবেখ ও উগো একিতিকে। তাদের দুজনের গোলেই অবদান রেখেছেন দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ। খেলার প্রথমার্ধে সালাহর বাড়ানো থ্রু বলে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন খাফেনবেখ। দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহর পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে একিতিকে জালে জড়িয়ে ব্যবধান বাড়ান।

তবে এভারটনও হাল ছাড়েনি। ম্যাচের ৫৮তম মিনিটে সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি ডি-বক্সের ভেতর থেকে বুলেট গতির শটে লিভারপুলের গোলরক্ষক আলিসনকে পরাস্ত করে ব্যবধান কমান। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।

এই জয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তাদের ঠিক পরেই ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল, যারা একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, এভারটন পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *