ভোরের দূত ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নিগার সুলতানা আক্ষেপ করে বলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ।
কোচ সারওয়ার ইমরানের পাশে বসে নিগার বলেন, “অবশ্যই বড় দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো। আদর্শ প্রস্তুতি হয়নি। তবে আমরা যেভাবে সুযোগ পেয়েছি, সেভাবেই সর্বোচ্চ প্রস্তুতির চেষ্টা করেছি।”
আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার হতাশা সত্ত্বেও বিশ্বকাপে কিছু ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী নিগার। কোচ সারওয়ার ইমরানও জানান, প্রতিটি ম্যাচেই জয় পেতে মাঠে নামবে দল। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জয়ের ভালো সুযোগ আছে। গত বিশ্বকাপে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম, এবার আরও কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে যাচ্ছি।”
সাম্প্রতিক সময়ে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচে হারের বিষয়ে নিগার বলেন, প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও ভবিষ্যতে ভালো করার চেষ্টা থাকবে। কোচ সারওয়ার অবশ্য ইতিবাচক দিকটি দেখছেন, “প্রথমে বড় ব্যবধানে হেরেছি, পরে উন্নতি করেছি। ছেলেদের ফিল্ডিং ও বোলিং আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল।”
বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে। মূল টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগাররা। এই প্রস্তুতি ম্যাচে নতুন কম্বিনেশন পরীক্ষা করা হবে বলে জানান কোচ। একইসাথে, বিসিবির সহায়তায় ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে ব্যাটিং টেকনিক শেখার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।
দল নির্বাচন প্রসঙ্গে বিতর্ক এড়াতে অফ স্পিনার সুমনাকে বাদ দিয়ে নিশিতাকে দলে রাখার কারণ ব্যাখ্যা করেন কোচ। তিনি বলেন, সুমনা বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিনায়ক নিগারও এই সিদ্ধান্তকে সমর্থন করেন।