ঢাবির হল পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম, জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ

ক্যাম্পাস

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল, কুয়েত মৈত্রী হল ও সমাজকল্যাণ ইনস্টিটিউটে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি যুবাইর এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

ভোরের দূত

এসময় মৈত্রী হলের প্রোভোস্ট, ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর, দুই হল সংসদের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সমস্যার তাৎক্ষণিক সমাধানে ছাত্রীরা যাতে যাতায়াতে সুবিধা পান সে জন্য অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হয় এবং সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করে ড্রেনেজ পরিষ্কার ও পরিছন্নতার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
হলসমূহের অন্যান্য সমস্যার কথাও শোনেন এবং দ্রুত সমাধানের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *