তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত না হওয়ার আহ্বান

ক্যাম্পাস

ক্যাম্পাস প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী বা সংগঠনকে নিয়ে উস্কানিমূলক পোস্ট, মন্তব্য ও শেয়ার করা সাইবার সুরক্ষা আইন ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে। তাই সবাইকে রাষ্ট্রবিরোধী বা নৈতিকতা-বিরোধী কোনো কার্যকলাপে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজ, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত, শিক্ষক-শিক্ষার্থী নিয়ে আপত্তিকর মন্তব্য হচ্ছে। এমন বিরূপ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী অনেকে সচেতনতামূলক নোটিশ দেয়ার পরামর্শ দিয়েছেন। তাই সকলকে সচেতন করতে এই নোটিশ দেয়া হয়েছে, যেন সবাই দায়িত্বশীলভাবে নিজের মত প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *