জামায়াত ক্ষমতায় এলে সারের জন্য আত্মাহুতি দিতে হবে না- এডভোকেট ইয়াসিন আলী

রাজনীতি

রবিউল আলম,নাগেশ্বরী,কুড়িগ্রাম: দুইশ টাকার সার আজ বিক্রি হচ্ছে ষোলশ টাকায়- এই অভিযোগ তুলে কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশ ও কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের ভোটে ক্ষমতায় এলে কৃষকদের আর সারের জন্য লাইনে দাঁড়াতে হবে না। সহজ শর্তে সার, বীজ, কীটনাশক ও কৃষিঋণ দেওয়া হবে।

তিনি আরও বলেন,ইসলামি শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আতাউর রহমান বলেন, যুগের পর যুগ কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের দাবি উপেক্ষিত হয়েছে। তবে সংগঠিত শক্তির সামনে আর কোনো অবহেলা টিকতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কৃষি আইডি কার্ড কৃষকদের জন্য নতুন পরিচিতি ও মর্যাদা এনে দিয়েছে, যা ভবিষ্যতে অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা আমীর জামায়াতে ইসলামী আব্দুল মান্নান মিয়া বলেন, কৃষকই দেশের প্রাণশক্তি। কৃষককে সম্মান না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি এরশাদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এমদাদুল হকসহ স্থানীয় কৃষক-শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে প্রায় ২হাজার কৃষকের মাঝে কৃষি আইডি কার্ড বিতরন করা হয়। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান আয়োজকরা।কৃষি কার্ড হাতে কৃষকদের মুখে ফুটে ওঠে আনন্দ। তারা বলেন, এই স্বীকৃতি আগে কখনো পাইনি। এখন আমরা গর্বিত ও সংগঠিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *