ভোরের দূত

বিএনপির ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন স্থপতি আব্দুল আওয়াল

রাজনীতি

 

এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে আব্দুল আওয়াল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “৩১ দফা কর্মসূচি দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, আমি তাদের সঙ্গে একাত্মতা অনুভব করি। তাই আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চাইবো। তবে তারা যদি মনে করেন আমার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। আমি শুধু আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক উত্থান-পতনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি এগিয়ে যেতে চান। তার মতে, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ঘোষিত বিএনপির ৩১ দফা সময়োপযোগী ও বাস্তবসম্মত। আর এই কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখা তার মূল লক্ষ্য।

সভায় নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় বক্তারা আব্দুল আওয়ালের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক অঙ্গীকারের প্রশংসা করে বলেন, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক অঙ্গনের সক্রিয় ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *