ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে মাদ্রাসাপড়ুয়া প্রথম শ্রেণির ছাত্র আল-আমিন হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত প্রবাসী জাহাঙ্গীরের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সন্দ্বীপ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মগধরার বিশিষ্ট ব্যক্তিবর্গ—আবুল কাশেম, ফখরুল ইসলাম, আলমগীর হোসেন, বশির উদ্দিন মেম্বার , কামরুল হাসান, শহিদুল ইসলামসহ নিহত শিশুর পিতা ও মাতা।
বক্তারা বলেন, “একজন নির্দোষ শিশুকে নির্মমভাবে হত্যা করেছে প্রবাসী জাহাঙ্গীর। এই ঘৃণ্য হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি—বিশেষ করে ফাঁসি দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয়।”
উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উচ্চার বাড়িতে পারিবারিক বিরোধের জেরে প্রবাসী জাহাঙ্গীর একই বাড়ির আবু তাহেরের শিশু পুত্র আল-আমিনকে আছাড় মেরে গুরুতর আহত করে।
স্থানীয়ভাবে তাকে সন্দ্বীপ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে শিশুটি মৃত্যুবরণ করে।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে একত্রিত হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
নিহত আল-আমিনের মা-বাবা বলেন, “আমরা আমাদের সন্তানের জন্য ন্যায়বিচার চাই। যারা আমাদের শিশুকে এমন নির্মমভাবে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি হোক—এটাই আমাদের একমাত্র চাওয়া।”
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের কাছে অনুরোধ জানান, দ্রুত মামলার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।