রকসী সিকদার, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কে চট্টগ্রাম শহর থেকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে আজ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর খোরশেদ আলমকে কোতোয়ালী থানা হেফাজতে রাখা হয়েছে।