ভোরের দূত ডেস্ক: নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে আপত্তিকর মেসেজ পাঠানো এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রমাণ হিসেবে তার পাঠানো কথোপকথনের স্ক্রিনশট রবিবার (১৪ সেপ্টেম্বর) কলেজের প্রধান গেটে টাঙিয়ে বিক্ষোভ জানান শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে এসব স্ক্রিনশট। ভাইরাল হওয়া কথোপকথনে দেখা যায়, অধ্যক্ষ সামসুল হক ছাত্রীদের সৌন্দর্য নিয়ে মন্তব্য করছেন এবং ওড়না ছাড়া ছবি চাইছেন। এক শিক্ষার্থীকে তিনি লিখেছেন, “আছে আছে। ওড়না ছাড়া।” উত্তরে শিক্ষার্থী দুঃখ প্রকাশ করলে তিনি জবাব দেন, “কলেজে দেখেছি তো।”
ভুক্তভোগী এক ছাত্রী জানান, মেসেঞ্জারে কথোপকথনটি দুই বছর আগের, যখন তিনি বিএমসি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। সেসময়ও সামসুল হক অধ্যক্ষ ছিলেন। ফেসবুকে ফ্রেন্ড হয়ে তিনি প্রায়ই অশ্লীল মন্তব্য করতেন এবং ওড়না ছাড়া ছবি চাইতেন। ভয়ে এতদিন নীরব থাকলেও, সাম্প্রতিক সময়ে আরও কয়েকজন শিক্ষার্থীর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানান।
আরেক ছাত্রী অভিযোগ করেন, সরকারি কলেজে ভর্তি হওয়ার পর সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকায় অধ্যক্ষ ফেসবুকে তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। পরবর্তীতে তিনি প্রায়ই মেসেজ পাঠাতেন এবং সামনাসামনি দেখা হলে অশ্লীল দৃষ্টিতে তাকাতেন।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদনান সাকিব বলেন, “শিক্ষক হচ্ছেন পিতার সমতুল্য। সেই শিক্ষক যখন তার মেয়ের বয়সী শিক্ষার্থীর কাছে এমন মন্তব্য করেন, তখন তিনি শিক্ষক হওয়ার যোগ্যতা হারান। আমরা তার পদত্যাগ দাবি করছি। পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
শিক্ষার্থীদের অভিযোগ ও বিক্ষোভে এখন উত্তাল নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণ।