মো. হাবিবুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: মরহুম ইয়ার উদ্দিন খলিফা সাহেব (র.) মির্জাগঞ্জ দরবার শরীফের দান বাক্স থেকে অবৈধভাবে টাকা উত্তোলনের অভিযোগে মো. ফোরকান আলম মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আমতলীর হাজী নান্না বিরানি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ফোরকান মাঝী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের মৃত মোতাহার উদ্দীনের ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়েছে।