মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি

অপরাধ সারাদেশ

বাবুল আহমেদ, মানিকগঞ্জ: সমাজ ও জাতিকে ধ্বংস করে দেওয়ার নাম হচ্ছে মাদক। এই মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

রোববার (১৪সেপ্টম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এ সময় তিনি সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক যুগ্মসচিব ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও এডিএম মো. নাজমুল হাসান খানের পরিচালনায় আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সেনা বাহিনীর ক্যাপ্টেন সাকিফ, জেলা বিএনপির আহবায়ক আফরোজ খান রিতা, জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইনসহ জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তা, রাজৈনতিক নেতাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *