ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী: রাজশাহীর নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলমের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করে। পরে অভিভাবকরাও আন্দোলনে যোগ দিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি এবং প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পদত্যাগ দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে একা পেয়ে ওই শিক্ষক শ্লীলতাহানির চেষ্টা করেন। এর পর থেকে ছাত্রীটি আতঙ্কে স্কুলে আসছে না। অভিভাবকরা জানান, শিক্ষক দীর্ঘদিন ধরে একই ধরনের আচরণ করে আসছেন, যা শিক্ষার্থীদের মানসিকভাবে অস্থির করে তুলেছে।
বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং স্কুলে নিরাপত্তা জোরদার করতে হবে। অভিভাবকদের অভিযোগ, অভিযোগ পাওয়ার পরও স্কুল প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, অভিযোগ স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, “লিখিত অভিযোগে ২ সেপ্টেম্বরের ঘটনার উল্লেখ নেই। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে অভিভাবক ও শিক্ষার্থীরা প্রশাসনের এই প্রতিক্রিয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীরা সতর্ক করে জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে তাদের আন্দোলন আরও তীব্র হবে।