আমরা ক্ষমতায় গেলে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে – শহিদুল ইসলাম বাবুল

সারাদেশ

বশিউর রহমান, সদরপুর (ফরিদপুর): জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “আমরা ক্ষমতায় গেলে কৃষকদের কৃষি কার্ড করে দেব।”

সোমবার (৮ সেপ্টেম্বর) ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চর ডুবাইল গ্রামে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজন করা হয়।

আঃ মালেক ফকিরের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মানোয়ার ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও মোখলেছুর রহমান খান। এছাড়া সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, “মানুষের অসাধ্য কিছু নাই। আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি পাথরে ফুল ফুটাবো। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এ এলাকায় বিএনপির বীজ বপন করবো।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *