আহসান হাবিব রুবেল: আউটসোর্সিং প্রথা বাতিল করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, শ্রমসংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। এক বছর ধরে সংগঠনটি মিছিল, সমাবেশ, সেমিনার, মানববন্ধনসহ নানা শান্তিপূর্ণ উপায়ে দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আন্দোলন আরও জোরদার হয়েছে। বুধবার দেশের আটটি বিভাগে একযোগে মানববন্ধনের মাধ্যমে আন্দোলনের নতুন ধাপ শুরু হয়।
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের খণ্ডকালীন শিক্ষক মাহা মির্জা, গণপূর্ত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ। পরে দুর্নীতিবাজ আমলা ও ঠিকাদারদের কুশপুতুল দাহ এবং বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়