ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে রাজশাহীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় পূজা উদযাপন কমিটি, মণ্ডপ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়ে নিরাপত্তা, যানজট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন প্রস্তাব দেন। কমিশনার জানান, এবছর মহানগরের ১০৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে মণ্ডপগুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা, জেনারেটর/আইপিএস এবং নিজস্ব নিরাপত্তা টিম বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি বলেন, প্রতিমা প্রস্তুতি থেকে বিসর্জন পর্যন্ত পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। হাউজি, জুয়া, ডিজে পার্টি, আতশবাজি, মাদক ও উগ্রতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বেপরোয়া বাইকার, কিশোর গ্যাং, ইভটিজিং এবং শব্দদূষণ প্রতিরোধেও পুলিশ তৎপর থাকবে। গুজব বা কোনো ঘটনায় আইন হাতে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি নাগরিকদের তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে বলেন।
সভায় উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব-৫, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, রাজশাহী সিটি কর্পোরেশন, নেসকো, ইসলামী ফাউন্ডেশন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।