সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চাই এক সপ্তাহে

ক্যাম্পাস

ভোরের দূত প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত প্রকাশ না হলে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লংমার্চ করবে সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। সেখানে যৌথ লিখিত বক্তব্য পড়েন ঢাকা কলেজের আব্দুর রহমান ও ইডেন কলেজের স্মৃতি আক্তার।

তাদের দাবি, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশ জারি ও উপদেষ্টা পরিষদের অনুমোদন নিশ্চিত করতে হবে। তা না হলে ২৫ সেপ্টেম্বর থেকে তারা লংমার্চ কর্মসূচি পালন করবেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত করতে একটি পক্ষ সক্রিয় রয়েছে। কেউ কেউ ঐতিহ্য রক্ষার নামে শিক্ষার্থীদের উসকে দিচ্ছে, আবার কিছু শিক্ষকও আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করছেন বলে দাবি তাদের।

লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষকরা নিজেদের স্বার্থে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ইউজিসি ও মাউশিতে গিয়ে আন্দোলন করছেন। অথচ তাদের পাঠদান, ল্যাব ও গবেষণায় ব্যস্ত থাকার কথা। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেন, শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা ও শিক্ষকের দাবি-দাওয়া দেখে মনে হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ফেরানোর ষড়যন্ত্র হতে পারে বলেও তাদের অভিযোগ।

প্রসঙ্গত, সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছেন। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু শিক্ষক এ প্রক্রিয়ার বিরোধিতা করে আন্দোলন শুরু করেছেন। এর জবাবে বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *