মানিকগঞ্জে প্রশ্নফাঁস: শিক্ষক ও অপারেটর সাময়িক বরখাস্ত

ক্যাম্পাস

ভোরের দূত প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় এক খণ্ডকালীন শিক্ষক ও একজন কম্পিউটার অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনার পর ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার অভিযুক্তদের বরখাস্তের বিষয়টি জানায় কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন শিক্ষক মেহেদী হাসান এবং কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম। বিষয়টি খতিয়ে দেখতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি যেই মুদ্রণ প্রতিষ্ঠান থেকে প্রশ্ন ছাপানো হতো, তাদেরও ভবিষ্যতে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে এর আগেও অনিয়মের অভিযোগ ছিল। এসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা অবস্থায় তার কক্ষে নকল পাওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমার কাছে নিজের নির্দোষ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য আছে।” একইভাবে জহিরুল ইসলামও দাবি করেন, ২০১৬ সাল থেকে তিনি বিদ্যালয়ে কর্মরত, কিন্তু এতদিনে এমন কোনো ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণ হয়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুজনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, “অভিযোগ জানার পরই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফাঁস হওয়া প্রশ্ন বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *