মোহনা টিভির সিনিয়র এডিটর পদে যোগ দিলেন তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদ

সারাদেশ

দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির সিনিয়র এডিটর পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মুহাম্মদ আবু আবিদ। জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতা তাঁকে এই নতুন মাইলফলকে পৌঁছে দিয়েছে।

চট্টগ্রামের হালিশহরে জন্ম নেওয়া আবু আবিদের শিকড় পটুয়াখালীর গ্রামে। শৈশব থেকেই তিনি সংস্কৃতিমনা ছিলেন। নাটক, আবৃত্তি ও বিতর্কের মাধ্যমে ছোটবেলায় গড়ে ওঠা সাংস্কৃতিক চর্চা তাঁকে ধীরে ধীরে টেনে আনে সাংবাদিকতার জগতে।

বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন-এর ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন প্রধান। একইসঙ্গে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TRAB)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র এবং ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরাধ, দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে তাঁর নির্ভীক প্রতিবেদন তাঁকে তরুণ সাংবাদিকদের কাছে অনুসরণীয় করে তুলেছে। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সর্বদা সরব থাকার কারণে সহকর্মীদের মাঝেও তিনি প্রশংসিত।

সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন সামাজিক সংগঠন দুর্বার তরুণ্য ফাউন্ডেশন। এই সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা “আমরা মালি”, “আমরা মানুষ”, “ফ্রি ঈদ শপিং” ও “বিকল্প ভ্যালেন্টাইনস ডে”-এর মতো কর্মসূচি জাতীয়ভাবে আলোচিত হয়েছে। এসব উদ্যোগ তরুণদের সমাজসেবায় সম্পৃক্ত করেছে।

দেশ-বিদেশেও তাঁর অবদান স্বীকৃতি পেয়েছে। করোনা ফ্রন্টলাইন ওয়ারিয়ার অ্যাওয়ার্ড (২০২২), বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড (২০২৩), ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্সি অ্যাওয়ার্ড, নেপাল (২০২৩), মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড, ভারত (২০২৪) এবং বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড, মালদ্বীপ (২০২৫) তিনি অর্জন করেছেন।

মোহনা টেলিভিশনের সিনিয়র এডিটর হিসেবে তাঁর নতুন দায়িত্বকে সহকর্মীরা দেশের গণমাধ্যম অঙ্গনে এক ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন। পেশাদারিত্ব, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণে আবু আবিদ আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *