চালের দাম কম থাকলেও সবজির বাজারে উত্তাপ

জীবন ও জীবীকা

ভোরের দূত ডেস্ক, ঢাকা: বাজারে সব ধরনের চালের দাম কিছুটা কমলেও সবজির দামে কোনো স্বস্তি নেই। এখনো বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে, যা সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজি বিক্রেতারা আগের মতোই বেশি দাম হাঁকছেন, যার কারণে ক্রেতারা চাহিদামতো সবজি কিনতে পারছেন না।

বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা কেজিতে পাওয়া গেলেও করলা, বেগুন ও বরবটি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। পেঁপে ও আলুর দাম তুলনামূলকভাবে কম, যথাক্রমে ৪০ টাকা ও ৩০ টাকা কেজি। এ ছাড়া নতুন শীতকালীন সবজি যেমন শিম, টমেটো এবং গাজর ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

একদিকে যখন সবজির বাজার লাগামহীন, তখন চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। খুচরা বাজারে মিনিকেট চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। অন্যান্য মোটা চালের দামও কিছুটা কমেছে। সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তবে চালের দাম কমলেও সবজির দাম না কমায় ক্রেতারা ক্ষুব্ধ। তারা বলছেন, চালের দাম কমলেও সবজির উচ্চমূল্যের কারণে তাদের দৈনন্দিন খরচ কমছে না। একজন ক্রেতা বলেন, “একসাথে চাল এবং সবজির দাম কমলে আমাদের জন্য ভালো হতো। এখন তো চালের দাম কমলেও সবজি কিনতে গিয়েই সব টাকা শেষ হয়ে যাচ্ছে।”

ব্যবসায়ীরা জানান, মৌসুমের শেষ পর্যায়ে এসে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। এর সঙ্গে পরিবহন খরচ এবং বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির কারণেও দাম বৃদ্ধি পাচ্ছে। তাদের ধারণা, বাজারে নতুন সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে, তবে তা কবে নাগাদ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *