নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি সেনা ছাউনি ছেড়ে ব্যক্তিগত বাসভবনে

আন্তর্জাতিক

ভোরের দূত ডেস্ক: নেপালের সাম্প্রতিক সহিংস বিক্ষোভের মুখে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি অবশেষে সেনা ছাউনি ছেড়ে ব্যক্তিগত বাসভবনে ফিরে গেছেন। টানা ৯ দিন ধরে তিনি নেপাল আর্মির নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ৯ সেপ্টেম্বর নেপালে ‘জেন জি’ আন্দোলন সহিংস রূপ ধারণ করলে অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। ওইদিনই তিনি কাঠমান্ডুর উত্তরে শিবপুরী অরণ্য এলাকায় সেনা ছাউনিতে আশ্রয় নেন। এর কারণ ছিল, বিক্ষোভকারীরা তাঁর ভক্তপুর জেলার বালকোটে অবস্থিত ব্যক্তিগত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। একই দিনে তারা প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি অংশেও আগুন ধরিয়ে দেয়। তবে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার হওয়ায় অলি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

সেনা সূত্র জানিয়েছে, ৯ দিন পর অলি নিজের ব্যক্তিগত স্থানে ফিরে গেছেন, তবে তার বর্তমান অবস্থান প্রকাশ করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, তিনি ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে উঠেছেন, যা কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।

অলি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, শের বাহাদুর দেউবা, ঝালানাথ খানাল ও মাধবকুমার নেপালসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা সেনা সুরক্ষায় ছিলেন। তবে বর্তমানে শের বাহাদুর দেউবা ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ছাড়া বাকি সবাই সেনা সুরক্ষা ছেড়ে দিয়েছেন। বিক্ষোভকারীদের হামলায় আহত হওয়ায় দেউবা দম্পতি বর্তমানে হাসপাতালে সেনা নিরাপত্তায় চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *