যশোরে বন্ধ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ সিনেমা হল ‘মণিহার’

বিনোদন

ভোরের দূত ডেস্ক: দীর্ঘ ৪২ বছরের পথচলার পর অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহৎ সিনেমা হল ‘মণিহার’। অব্যাহত লোকসানের কারণে হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। যশোরের সাংস্কৃতিক অঙ্গন ও চলচ্চিত্রপ্রেমীদের কাছে এটি একটি দুঃসংবাদ।

১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল এই সিনেমা হল। স্থপতি কাজী মোহাম্মদ হানিফের নকশায় তৈরি ১ হাজার ৪৩০ আসন বিশিষ্ট এই হলটি উদ্বোধন হয়েছিল সোহেল রানা ও সুচরিতা অভিনীত ‘জনি’ সিনেমা দিয়ে। একসময় শুধু দেশ থেকেই নয়, জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রপ্রেমীরা এখানে সিনেমা দেখতে আসতেন। একসময় এটি ঢালিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল এবং মালিকপক্ষও প্রচুর লাভ করতেন।

কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং ভালো সিনেমার অভাবের কারণে মণিহার এখন দর্শকশূন্য। লোকসানের মাত্রা এতটাই বেড়েছে যে, হলটি আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মালিকপক্ষ।

মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, ‘আগে বলা হতো ভালো পরিবেশ দিলে দর্শক আসবে। আমরা মাল্টিপ্লেক্সও করেছি, কিন্তু এখন ভালো সিনেমাই নেই। তাহলে দর্শক কেন আসবে?’ তিনি আরও জানান, মালিকপক্ষ দীর্ঘদিন ধরেই হলটি ভেঙে ফেলার কথা ভাবছেন। অনুরোধ করে এতদিন এটি চালু রাখা গেলেও এখন আর কোনো উপায় নেই।

হলটির মালিক জিয়াউল ইসলাম মিঠু বলেন, ‘ভালো ছবি নেই, তাই হল চালাব কীভাবে? প্রতি মাসে বড় অঙ্কের লোকসান হচ্ছে, যা বহন করা আর সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা পরিকল্পনা করছি হলটি ভেঙে সেখানে একটি আবাসিক হোটেল তৈরি করার।’

মণিহারের এই সিদ্ধান্ত যশোরের দীর্ঘদিনের একটি ঐতিহ্যকে বিলীন করে দিচ্ছে। এটি কেবল একটি সিনেমা হলের বন্ধ হয়ে যাওয়া নয়, বরং একটি সোনালি যুগের অবসান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *