মাসুম পারভেজ: বলিউডে হৃতিক রোশান ও সাবা আজাদকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এ জুটির বিয়ে নিয়ে নানা জল্পনা চলছে। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন সাবা আজাদ নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা জানান, তাদের বিয়ে নিয়ে পরিবারের কোনো চাপ নেই। তিনি বলেন, “আমি যখন ছোট ছিলাম, তখনই বাবা-মা আমাকে বলেছিলেন— যদি ইচ্ছা না থাকে, তবে বিয়ে করার কোনো বাধ্যবাধকতা নেই। জীবনে কখনোই এ বিষয়ে পরিবারের চাপ অনুভব করিনি।”
২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ করেন হৃতিক ও সাবা। তারপর থেকে ছুটি কাটানো কিংবা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ— সব জায়গায়ই তাদের একসঙ্গে দেখা গেছে।
শুধু তাই নয়, হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গেও সাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।