মাসুম পারভেজ:
বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর বেশি পড়বে না।
এর আগে গত সোমবার উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যদিও সেটি ঘনীভূত হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, সর্বশেষ লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের উড়িশ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর অপেক্ষাকৃত দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
প্রভাব ও সম্ভাব্য আবহাওয়া
লঘুচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়, আর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।