আবাসিক হোটেল-ফ্ল্যাটে লুকিয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ

জাতীয়

ভোরের দূত ডেস্ক: রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন, তাদের নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

আজ বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম

তিনি বলেন, “আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশ অভিযান চালাচ্ছে। গোয়েন্দা নজরদারিও চলছে। অনেক ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনা ভাড়ায় থাকছেন। জনগণ তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করবে।”

এস এন মো. নজরুল ইসলাম আরও বলেন, “কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ক্ষেত্রে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে। আগামীতেও তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করবে।”

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, এসব কর্মীদের গ্রেপ্তার করা হলে ঝটিকা মিছিলের সংখ্যা কমে আসবে। যারা তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

এসময় ডিএমপি থেকে জানানো হয়, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলটি। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *